আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল ট্রান্সফার করুন অবিশ্বাস্য গতিতে


অ্যান্ড্রয়েড ডিভাইসে মুভি, মিউজিক ভিডিও এবং HD গেম খেলার মজাই আলাদা। কিন্তু অনেক সব সময় সব মুভি,গান বা গেম ডাটা আপনার কাছে নাও থাকতে পারে। আবার কখনো কখনো বন্ধুর মোবাইলে থাকা গান,মুভি বা গেম ডাটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু এই প্রয়োজনের সাথে সাথে যে প্রশ্ন টি প্রথম মাথায় ভিড় করে তা হল এই ফাইল গুলো আপনি নিবেন কি ভাবে !!


ব্লুটুথ দিয়ে এত বড় ফাইল শেয়ার করা অসম্ভব, কারণ এতে প্রচুর সময় লাগে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি কম সময়ে বড় ফাইল শেয়ার করার ট্রিকস। যারা এই পদ্ধতি জানেন তাদের জন্য নয়। যারা জানে না তাদের জন্য মূলত এই পোস্ট লিখছি…
সর্বপ্রথমে আপনার স্মার্টফোনে যদি ES ফাইল ব্রাউজার না থাকে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন… download now

) প্রথমে ES ফাইল এক্সপ্লোরার ওপেন করুন।
২) এবার ফাইল এক্সপ্লোরার এর উপরের বাম কোনা থেকে Fast access এ ক্লিক করুন।
৩) Tools অপশন থেকে নেট ম্যানেজার এ কিল্ক করুন।
৪) Creat a hotspot network এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পোর্টেবল হট স্পট অন হবে এবং একটি আইডি (ES_XXXX) এবং একটি পাসওয়ার্ড দেখাবে।





৫) এবার যে ফোনের সাথে মিডিয়া বা ফাইল শেয়ার করবেন সেই ফোন থেকে ES ফাইল এক্সপ্লোরার ওপেন করুন।
৬) এবার আগের মত Net Manager অপশন থেকে Join a Network সিলেক্ট করুন। এবার নেটওয়ার্ক লিস্টে আগের ডিভাইস টির যে আইডি দেখা যাবে তাতে ক্লিক করুন। পাস ওয়ার্ড চাইবে, আগের ডিভাইস থেকে পাওয়া পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন।



৭) কানেক্ট হয়ে গেলে যে ফাইল সেন্ড করতে চান তা সিলেক্ট করে ES ফাইল এক্সপ্লোরার এর সেন্ড অপশনে ক্লিক করুন। স্ক্যানিং হওয়ার পর আপনি প্রথম ডিভাইস টি খুজে পাবেন। আপনি ইচ্ছা করলে ফোন গ্যালারি থেকে যে কোন মিডিয়া ফাইল সিলেক্ট করে Send by LAN অপশন দিয়ে একই ভাবে ফাইল সেন্ড করতে পারবেন।







৮) এবার ডিভাইস টি সিলেক্ট করে দিয়ে সেন্ড অপশন এ ক্লিক করুন।
৯) এবার ফাইল রিসিভ রিকোয়েস্ট পাবেন, যে ফোল্ডার এ সেভ করতে চান তা সিলেক্ট করে ওকে দিন।


ব্যাস কাজ শেষ। দেখুন কত দ্রুত আপনার ফাইল টি পৌঁছে যাচ্ছে আপনার বন্ধুর মোবাইলে।

আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়




No comments:

Post a Comment

Blog Archive