GP Free Internet for your PC !! কম্পিটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন জিপি সিম দিয়ে ১০০% কাজ করবে


অনেকেই মোবাইলে জিপি সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছে।
আজ কম্পিটারের ফ্রি নেট ব্যবহার নিয়ে আলোচনা করব
আপনি যদি মোবাইল কে মডেম হিসেবে ব্যবহার করেন তবে নিচের ছবি গুলো অনুসরন
প্রথমে আপনার মোবাইলকে ডাটা ক্যাবলের মাধ্যমে PC Suite দ্বারা কানেক্ট করুন।

আপনার কম্পিটারে PC Suite না থাকলে PC Suite ডাউনলোড করে নিতে পারেন.আর যদি আপনার কম্পিটারে PC Suite থাকে তা হলে তো ভালোই.
 অপেন করে Connect এ কিল্ক করুন,ছবিতে Pc Suite এর আইকোন সিলেক্ট করে দেওয়া আছে.  

 


তারপর configure এ কিল্ক করুন.  


তারপর configure the connection manually এ 
কিল্ক করে -> এ রকম আইকোনে কিল্ক করুন। 


তারপর শুধু Access Point এ gpmms লিখুন 
 
Pc Suite এর কাজ সম্পন্ন হয়েছে।


আপনি যদি মডেম বযাবহার করেন তবে  ১ টা কনফিগারেশন তৈরী করুন।
name :Free Net By Hemaloy
Access Point or apn:gpmms
Number:*99#
connect হয়ার পর এখানে ক্লিক করে প্রক্সিফায়ার সফটওয়ার টা ডাওনলোড করে নিন।
serial key: 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D

ডাউনলোড শেষে প্রক্সিফায়ার সফটওয়ার অপনে করুন.ডাউনলোড ফাইল কে ইনেস্টল করলে Proxifier PE নামে একটা Folder পাবেন. ঐ খানে Proxifier.exe অপেন করে. সিরিয়াল কী দিন. প্রক্সিফায়ার সফটওয়ারে নিচের মতো করে কনফিগার করুন।









তারপর সকল ব্রাউজার দিয়ে ফ্রী ব্যাবহার করুন।
ডিস্কানেক্ট সমস্যার স্মাধানের জন্য রিকানেক্ট সফ্টওয়ার ব্যবহার করুন
Reconnect.exe – এখান থেকে ডাউনলোড করুন



এই ট্রিক্স দ্বারা আপনি ডাউনলোড ও করতে পারবেন.ডাউনলোড করতে আপনাকে IDM বা ইন্টারনেট ডাওনলোড ম্যানেজার ব্যবহার করতে হবে.
আপনার কম্পিটারে IDM বা ইন্টারনেট ডাওনলোড ম্যানেজার না থাকলে google.com থেকে সার্চ দিয়ে ডাউনলোড করুন.
IDM বা ইন্টারনেট ডাওনলোড ম্যানেজার অপেন করুন.Menu>Download>Option তে যান.তারপর Dial up/Vpn এ কিল্ক করুন.
Use windos Dail Up / VPN Networking এ টিক দিবেন.এবং PC Suite বা মডেমে যে Access Point সেভ করছেন তা Connection এ সিলেক্ট করুন.এবার Ok দিন.
সেটিংস করে জিপি সিম দিয়ে দিয়ে কম্পিটারে অনলিমিটেট ব্রাউজিং এবং ডাউনলোডিং করতে পারবেন.


 আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive