''The Dark Web'' দি ডার্ক ওয়েব রেভেলড: ইন্টারনেট জগতের অন্ধকার অংশ! যা ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়...!! কি করে যাবেন??? কথা না কইয়া চুপিসাড়ে আসেন এইখানে...


 আসেন আজ টর্চ ফেলি ডার্ক ওয়েবের উপর। আর যারা জানেন না ডার্ক ওয়েব কি তাদের বলি ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ (যেটা ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়) যেখানে আপনি চিরাচরিত উপায়ে যেতে পারেন না।
৫০০ গুন বড় শুনে যারা ভ্রু কোচকাচ্ছেন তাদের বলি মুড়ির ঠোঙা রেখে একটু ঢুকে দেখেন ডার্ক ওয়েবে। তার পর বলবেন মামা কি দেখাইলা!!!
কি হয় ডার্ক ওয়েবে???


খিক খিক খিক!!! B-)) B-)) B-))
এইটা কি জিগাইলেন মামা??? X(( X(( X((
কি হয় না তাই কন। এইখানে সব হয়। গান্জা, হেরোইন থেকে শুরু করে এ.কে ৪৭, রকেট লঞ্চার, সুপারি কিলার সবই পাওয়া যায়।
এইখানে যে পরিমান হ্যাকিং টেকনিক রমরমিয়ে বিক্রি হয় তা সাধারনত দৃশ্যমান ওয়েবে মাথা কুটলেও পাবেন না। রয়েছে নিষিদ্ধ বই ও দ্রব্যের সম্ভার। মুখে কিছু কমু না। চুপচাপ নিচের লিঙ্কগুলা ক্লিক কইরা দেইখা যান। নিজেই বুঝতে পারবেন।



























কি বুঝলেন?
পিলা চমকাই গেছে??? :|| :|| :||
চলেন এইবার অন্ধকার ওয়েবের উপর টর্চ ফেলি।
(বি.দ্র: সুরক্ষা জনিত কারনে অনুরোধ করছি, পুরো পোষ্টটা আগে পড়ুন তার পর একে একে স্টেপগুলো ফলো করুন)
কি মামা? ফায়ারফক্স খুলবার লাগছেন। খিক খিক খিক!!!
চিপাগলিতে কি ভুঁড়িওয়ালা পুলিশ দৌড়াইতে পারে?? চলেন উহারে দৌড়ানি দিয়া এট্টু ছিপছিপা দাবাং কপ বানাইয়া ফালাই।
টর ব্রাউজার ফায়ারফক্সের উপর কাজ করে। কিন্তু টরের ডার্ক ওয়েবে যাওয়ার ক্ষমতা আছে। চলেন টর ডাউনলোডাই...

বিল গেটসের মামারা এইখানে ক্লিক করেন(windows)

পেঙ্গুইনের চাচারা এইখানে ক্লিক করেন(linux)

এইবার ইন্সটল দিয়া ফালান। দেখেন স্টার্ট টর ব্রাউজার বলে একটা আইকন পাবেন। ডবল ক্লিক দিয়া ফালান।
খুলছে টর ব্রাউজার???

আগেই কইছি কথা কম কাজ বেশি।
আ্যাড্রেসবার-এ নিচের আ্যাড্রেসটা দিয়া এন্টার মারেন তো মামা???

http://silkroadvb5piz3r.onion/

লগইন পেজ খুলছে???
কচি কইরা একটা একাউন্ট রেজিস্টার করেন তারপর লগ ইন কইরা ফালান। তারপর কি করতে হইব আর আমি কমু না..!:P:P:P

আরো ডার্ক সাইটে অ্যার্রেস চাই??? কি ভাবতাছেন??? গুগলাইবেন???
আরে রাখেন মিয়া। গুগুলের বাপও ডার্কওয়েবের সাইটগুলার আ্যাড্রেস খুজে বের করতে পারবে না। তাহলে উপায়??? চিন্তায় মাথা চুলকাইয়েন না মামা। আঙুলের আঘাতে দুইটা চারটা উকুন মারা গেলে তখন আবার উকুনাধিকার লঙ্ঘনের দায়ে পড়বেন। এই নেন কালো দুনিয়ার সার্চইঞ্জিন...
ডিপ সার্চ--> http://xycpusearchon2mc.onion.to/

*** এইসব আকাম করার সময় নিজের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিতে ভুলবেন না। নেটকাট নামে একটা সফট্ওয়্যার আছে যা খুব ভালো ভাবে ম্যাক চেঞ্জ করে এবং এটি ফ্রি।(নেটকাটের আরও অনেক গুন আছে বিশেষত নিজের নেটওয়ার্কের ভিত্রে কাউরে ডলা দিতে খুবই কামের। এই ব্যাপারে পরে কমুনে।) এখন ডাউনলোড লিঙ্ক নেন...
http://www.arcai.com/download/netcut.exe
*** লিনাক্স ইউজাররা নেটকাটের বদলে টাস্ককাট ইউস করুন।
*** কোথাও ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর অথবা পোষ্টাল অ্যাড্রেস দেবেন না। নিতান্তই দরকার হলে সবসময় ব্যাবহার্য ইমেল অ্যাড্রেস দেবেন না, একটি নতুন ইমেইল অ্যাড্রেস তৈরী করে দিন।
(বি: দ্র: এটি একটি এডুকেশন পারপাস পোষ্ট, ডার্ক ওয়েবে কোন ক্ষতির সম্মুখীন হলে লেখক দায়ী নয়)
সূত্রঃ somewhereinblog



আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

1 comment:

  1. I've never heard of it, but can understand why it is needed by certain factors. This is interesting information.
    Harold Burton

    ReplyDelete

Blog Archive