((মেগা পোস্ট)) এয়ারটেল সিম দিয়ে এন্ড্রোয়েড ফোনে আনলিমিটেড ফ্রী ইন্টারনেট





কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভাল আছেন।
অনেকেই হয়ত এয়ারটেল ফ্রী চালাতে পারছেন না এন্ড্রোয়েড ফোন দিয়ে। তাদের জন্য আমার এই টিউন। প্রথমেই *121*7# dial করে যেকোন একটা প্যাকেজ কিনুন। 3G Package কিনলে এবং আপনার এরিয়াতে 3G থাকলে 3G Speed পাবেন।
নয়তো 2G Package কিনুন।
প্রথমে নিচের ওপেরা মিনি টা ডাওনলোড করুনঃ-

আমরা যেহেতু মেগাবাইট রেখে ব্যবহার করবো এবং পিছন দিয়ে ডাটা কাটতে andrOid expert তাই আমরা পিছন দিয়ে ডাটা কাটা অফ করে নিবো...
সেটা করতে settings=> Data usage এ যান




 এরপর Option থেকে "Restrict Background" এ একটা টিক দিন।

তারপরে নিচের মতো সেটিংস করে নিন...
Name:hemaloybd.blogspot
Proxy:141.0.11.253
Port:80
APN:internet


তারপর সেটিংস টা এক্টিভ করে নিন।

এরপর ওপেরা হ্যান্ডেলার টা ইন্সটল করন। ওপেন করুন নিচের আনলক কোড দিয়ে
www.nextwap.net

proxy type: Http
proxy server: 0.facebook.com


দিয়ে ইন্সটল দিন...

অথবা আমার মোড করা ওপেরা টি ডাওনলোড করতে পারেন যেটা খালি ডাওনলোড করবেন এবং উপরের সেটিংস দিয়ে চালাবেন
Opera Mini Modified.apk

এই ওপেরাটি শুধুমাত্র প্রথম বার ইন্সটল হয়ার সময় ২৬০ কেবির মতো লাগবে তারপর ফ্রী ।

অনেক ফোনে  ইন্সটল হতে চাইবে না। তারা settings থেকে এয়ারটেলের যে অফিশিয়াল সেটিংস আছে প্রক্সি পোর্ট ছাড়া সেটা সিলেক্ট করুন। তারপর ওপেরা টা নিচের মতো সেটিংস করুন।
proxy type: real Host
server: 0.facebok.com



এখন ওপেরা ফ্রী ইন্টারনেট  কাজ করতে বাধ্য ।

বড় ফাইল ডাওনলোড করতে ওপেরা দিয়ে http://hideme.be এ গিয়ে ডাওনলোড করুন।


পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive