"মেগা পোস্ট" সুপার স্পীডে গ্রামীনফোন ফ্রি ইন্টারনেট [ পিসি ] আপডেট ২০-০৪-২০১৪




আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
পিসিতে গ্রামীনফোন ফ্রি নেট ব্যবহার করার জন্য নতুন আপডেট করা এই PP Software টি ব্যবহার করুন। আশা করি এটি ব্যবহারে আগের থেকে ভাল স্পীড পাবেন...।

( আপনার জিপি সিমে 0 MB ও Balance থাকলে ভালো হয়। থ্রীজি প্যকেজ এক্টিভ থাকলে ভালো স্পীড পাবেন  )
নিচের নিয়ম গুলো  অনুসরন করুনঃ-
১। APN- gpwap  দ্বারা মডেম কানেক্ট করুন ।
২। এই SpeedyFox software টি ব্যবাহার করুন। ওপেন করে ''Optimize'' এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন।
(এর আগে আপনার ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ করে নিবেন। এট মুলত আপনার ফায়ারফক্স এর ব্রাউজিং স্পীড বাড়াতে সাহায্য করবে।)

৩। এবার এখান থেকে  অথবা  এখান থেকে  Portable Proxy  ফাইলটি ডাউনলোড করে extract করুন ।
৪। লাল আইকন বিশিষ্ট XT181PP ফাইল ওপেন করুন ।

 ৫। Listen এ ক্লিক করুন ।


 

৬। Browser এবং IDM এ proxy- 127.0.0.1  , port- 8080 সেট করুন ।।


বিঃ দ্রঃ আপনি চাইলে সবকিছুতে Port: 8080 এর পরিবর্তে Port:8118 দিতে পারেন । এক্ষেত্রে ভাল স্পীড পেতে পারেন। তবে মনে রাখবেন, Portable Proxy এবং ব্রাউজারের পোর্ট এক রকম হতে হবে।

এইবার আপনি যেই ব্রাউজারে নেট চালাবেন সেই ব্রাউজার এ ২/৩ টা নতুন ট্যাবে নিচের লিংক খুলে রাখুন

Link 1: http://www.keeprefreshing.com/refresh.php?url=http%3A%2F%2Fbn.zero.wikipedia.org&rate=1

Link 2: http://www.keeprefreshing.com/refresh.php?url=http%3A%2F%2F0.facebook.com&rate=1 

Link 3: http://www.keeprefreshing.com/refresh.php?url=http%3A%2F%2Fwap.gpgamestore.com&rate=1


যতোক্ষন নেট চালাবেন এই ট্যাব দুটা খুলে রাখুন এতে লাভ হবে যে স্পিড ০ হবে না
কাজ শেষ এইবার আনলিমিটেড ফ্রী চালাতে থাকুন অসাম স্পিডে ... :)

এবার গ্রামীনফোনে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন । :)  

(আপনার পিসিতে ডট নেট ফ্রেমওয়ার্ক ও জাভা রানটাইম ইন্সটল থাকলে সব থেকে ভালো হবে।)

all credit, thanks to:- জাহিদ ইসলাম.



পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive