চারটি মজার ট্রিকস জেনে নিন, আপনার ভালো লাগবে।

আজ আমি আপনাদের সাথে চারটি মজার ট্রিকস সবার সাথে শেয়ার করবো। আপনাদের সবার কাছেও ভাল লাগবে আশা করছি।







১. ফোল্ডার নাম
একটি নতুন ফোল্ডার তৈরি করে নাম দিন CON । দেখুন তো পরিবর্তন করতে পারেন কিনা। চেষ্টা করলেও কোন ফোল্ডারের নাম এই নামে দেওয়া সম্ভব না। অবশ্য এটি পূর্বে তৈরিকৃত ফোল্ডারের ক্ষেত্রেও হবে।

২. নামহীন ফোল্ডার
যেকোন একটি ফোল্ডারকে নামহীন করতে পারেন নিমিষেই। ফোল্ডারটি রিনেম করে Alt+0160 অর্থাৎ Alt কী চেপে ধরে নিউমেরিক্যাল প্যাড থেকে 0160 চেপে Alt কী ছেড়ে দিন। দেখুন ফোল্ডারটি নামহীন হয়ে গেছে।

৩. টুইন টাওয়ারে হামলা
আপনারা হয়তো জেনে থাকবেন টুইন টাওয়ারে হামলার সময় যে প্লেন ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটির নাম Q33N । তাই এবার নোটপ্যাড খুলে লিখুন Q33N আর লেখা হয়ে গেলে Format মেনু থেকে ফন্ট পরিবর্তন করে Wingdings করে দিন এবং ফন্ট সাইজ 72 নির্ধারন করুন। এখন সেভ করুন। দেখুন তো কিছু বুঝা যায় কিনা।

৪. নোটপ্যাড ডায়েরি
নোটপ্যাডকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যায় খুব সহজে। নোটপ্যাড খুলে লিখুন .LOG এবং যেকোন নাম দিয়ে সেভ করুন। এবার সেভ করা ফাইলটিকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যাবে। ফাইলটি যতবার ওপেন করা হবে ততবারই ঐ মুহূর্তের সময় সহ তারিখ সংযুক্ত হতে থাকবে আর তাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যাবলী লিখে রাখতে পারবেন।




আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive