উইন্ডোজ সেভেন থাকা উইন্ডোজ কী এর দারুন কয়েকটি ব্যবহার জেনে রাখুন।


১) অনেকগুলো উইন্ডো চালু থাকলে খুব সহজেই যে উইন্ডোতে কাজ করা হচ্ছে সেটা ছাড়া অন্যগুলো মিনিমাইজ করা যায়। এর দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে, উইন্ডোজ কী চেপে ধরে হোম বাটন চাপা। এতে একটিভ উইন্ডোটি ছাড়া বাকিগুলো মিনিমাইজ হয়ে যাবে।
আর দ্বিতীয় পদ্ধতিতে যে উইন্ডোটি রাখতে চান সেটির উপর ক্লিক করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এতে এই উইন্ডো ছাড়া বাকিগুলো মিনিমাইজ হয়ে যাবে। ফিরিয়ে আনার জন্যও এইভাবে করুন। একে Shake Control বলা যেতে পারে।

২) ম্যাগনিফাই (বড়/ছোট করে দেখা) করার জন্য উইন্ডোজ কী চেপে ধরে + অথবা - কী চাপুন।

৩) টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশনগুলো কী-বোর্ডের সাহায্যে চালু করার জন্য উইন্ডোজ কী চেপে ধরে টাস্কবারে অবস্থানরত অ্যাপ্লিকেশনটির নম্বর অর্থাৎ 1,2,3,4 বা যে নম্বরে অ্যাপ্লিকেশনটি আছে সেটা চাপুন।


৪) টাস্কবারের উপর থাকা অ্যাপ্লিকেশনগুলোর থাম্বনেইল দেখতে চাইলে উইন্ডোজ কী চেপে ধরে T চাপুন।

৫) যেকোন কাজে থাকা অবস্থায় উইন্ডোজ কী চেপে ধরে D চাপুন। মুহুর্তেই ডেস্কটপ দেখা যাবে।

৬) উইন্ডোজ কী চেপে ধরে Tab চাপুন। কি?? দারুন না??
 
আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive