মোটামোটি আমরা সবাই হ্যাকিং সম্বন্ধে অবগত।বাংলাদেশেই আমাদের সামনে অনেক হ্যাকার রয়েছে,যাদের দক্ষতার পরিচয় মাঝে মাঝে খবরের শিরোনাম হয়।সাধারণত ম্যাজিশিয়ানদের ম্যাজিকের মত হ্যাকাররাও নিজেদের কৌশল লুকিয়ে রাখতে পছন্দ করে,এর ফলে হ্যাকিং শিখতে অত্যন্ত আগ্রহীরা সঠিক নির্দেশনা পায় না। বাংলাদেশের নামিদামি ব্লগগুলোতে হ্যাকিং সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট করা হয়,কিন্তু বেশিরভাগই ইংলিশ ই-বুক অথবা বিশাল সাইজের ভিডিও টিউটোরিয়াল যা অনেকেরই বুঝতে সমস্যা হয়। যদিও বর্তমানে হাতেগোনা হ্যাকিং প্রেমিক কয়েকজন ব্লগার সাধ্যমতো চেষ্টা করতেছেন বাংলায় হ্যাকিংয়ের পরিচিতির জন্য।কিন্তু সব লেখাগুলো একত্রে পাওয়া যায় না,ফলে তা সংগ্রহে রাখা কষ্টকর।
সকলের সুবিধার জন্য আমরা হ্যাকিং এর আদ্যোপান্ত বাংলার নেটিজেনদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি প্রোজেক্ট নিয়েছি যার নাম প্রোজেক্ট হ্যাকোলজিঃ ।এই প্রোজেক্ট এর প্রথম কার্যক্রম হিসেবে আমরা হ্যাকিংয়ের সাথে পরিচিতি এবং কিছু ব্যাসিক টিউটোরিয়াল নিয়ে একটি ই-বুক প্রকাশ করলাম।বইটি আপাতত এর প্রথম সংস্করনে আছে।এখানে হ্যাকিংয়ের টিউটোরিয়াল গুলোকে উদাহরণ ও ছবি'র সাহায্যে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। হ্যাকিং একটি অনেক বিশাল কনসেপ্ট,যা একটি মাত্র বইয়ে সংকলন করা সম্ভব নয়।তাই আমরা এর আরও খণ্ড এবং সংস্করণ সামনে বের করব। বইটিতে কোন বিষয় জটিল মনে হলে অথবা বুঝতে না পারলে আমাদের ফেসবুক পেজে জানাবেন।শীঘ্রই আমরা বইটির ২য় সংস্করন প্রকাশ করব।এজন্য আমাদের ১ম সংস্করন সম্পর্কে আপনাদের মতামত দরকার।
যেহেতু এটি আমাদের প্রথম প্রচেষ্টা তাই এতে শব্দগত বা ভাষাগত ভুল থাকতে পারে।আমাদের এসব ভুল গুলো ধরিয়ে দিয়ে ২য় সংস্করণকে আরও প্রাঞ্জল করতে সাহায্য করবেন।২য় সংস্করণে আমরা আরও কিছু হ্যাকিং মেথড নিয়ে আলোচনা করব।আশাকরি আপনাদেরকে পাশে পাব।
Download
আমার পোস্টটি পড়ে আপনাদের
কেমন লাগলো মন্তব্য করে
জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@ হিমালয়
সবাই অনেক ভালো থাকবেন।
@ হিমালয়
No comments:
Post a Comment