আপনার সিমবিয়ান ফোনের ডিসপ্লেকে ল্যান্ডস্কেপ ভিউতে দেখুন
আজকে আমি আপনারদেরকে শুধুমাত্র Symbian OS v9.4, Series 60 rel. 5 -এর
সেটগুলোর ডিসপ্লেকে ল্যান্ডস্কেপে পরিণত করার জন্য একটি গুরুত্বপূর্ণ
সফট্ওয়ার উপহার দেব। এইরকম একটা অপশন টা সেটের মধ্যে দেয়াই আছে। কিন্তু সেই
অপশনটা স্থায়ী না অর্থাৎ আপনি যখন সেটটিকে
ল্যান্ডস্কিপ করবেন তখন ল্যান্ডস্কিপ হবে আর যখন পোর্টরেইট করবেন তখন
পোর্টরেইট হবে। আর এই সফট্ওয়ারটির সাহায্যে আপনি সেটটিকে সবসময়ের জন্য
ল্যান্ডস্কিপ (640 x 360 pixels) থাকবে। আপনি চাইলে আবার পোর্টরেইটও (360 x
640 pixels) করতে পারবেন।
শিক্ষা দিন বিরক্তিকর কলারকে কল ব্লক না করেও !
অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে। সেটা বন্ধ করতে আমরা বেছে নেই
কল ব্লক সার্ভিস। সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান
টাকা কেটে নেয়। এমনকি আমরা বিভিন্ন প্রকার কল ব্লক সফটওয়্যার ব্যবহার করে
থাকি। কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা। তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব।
জেলীফিশ আকৃতির পাখাযুক্ত ড্রোন তৈরি করলো বিজ্ঞানীরা !
ড্রোন নিয়ে ব্যপক গবেষনা চলছে বেশ কয়েক বছর ধরেই। প্রথমদিকে যদিও শুধুমাত্র
গুপ্তচরগিরি এবং আক্রমনের জন্য ড্রোন তৈরি করা হোত তবে সম্প্রতি দৈনন্দিন
কাজে ব্যবহারের জন্য ড্রোন তৈরির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করলেন পাখাযুক্ত জেলীফিশ আকৃতির ড্রোন।
জেলীফিশ যে পদ্ধতিতে নড়াচড়া করে পানিতে সাতার কাটে, ঠিক একইভাবে এই ড্রোনটি পাখা নাড়িয়ে বাতাসে ভাসতে পারে। পাখাযুক্ত যেকোন প্রানীর দেহে সেন্সর রয়েছে যেটি তাদের উড়ার সময় ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।
পাখাযুক্ত ড্রোনের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষার জন্য ঠিক একই রকম সেন্সর প্রয়োজন তবে গবেষকরা চেস্টা করে যাচ্ছিলেন এমন একটি পাখাযুক্ত ড্রোন তৈরি করার যেটি সেন্সর ছাড়াই ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। এই চেস্টায় তারা সফলও হয়েছেন এই জেলীফিশ ড্রোন তৈরি মাধ্যমে।
এ ব্যপারে নিউইয়র্ক উনিভার্সিটির গবেষক Ristroph বলেন,
জেলীফিশ যে পদ্ধতিতে নড়াচড়া করে পানিতে সাতার কাটে, ঠিক একইভাবে এই ড্রোনটি পাখা নাড়িয়ে বাতাসে ভাসতে পারে। পাখাযুক্ত যেকোন প্রানীর দেহে সেন্সর রয়েছে যেটি তাদের উড়ার সময় ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।
পাখাযুক্ত ড্রোনের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষার জন্য ঠিক একই রকম সেন্সর প্রয়োজন তবে গবেষকরা চেস্টা করে যাচ্ছিলেন এমন একটি পাখাযুক্ত ড্রোন তৈরি করার যেটি সেন্সর ছাড়াই ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। এই চেস্টায় তারা সফলও হয়েছেন এই জেলীফিশ ড্রোন তৈরি মাধ্যমে।
এ ব্যপারে নিউইয়র্ক উনিভার্সিটির গবেষক Ristroph বলেন,
“I wanted to design something that had stability without the stability-sensor needs”এই পাখাযুক্ত ড্রোনটি তৈরির সময় গবেষকরা পাখাগুলো ড্রোনটির পাশে হরাইজন্টালভাবে জুড়ে দেয়ার বদলে নিম্নমুখী করে জুড়ে দিলেন। ফলে এর আকৃতি এবং উড়ার প্রক্রিয়া হয়ে গেল কিছুটা জেলীফিশের মত। ড্রোনটিকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বর্তমানে এটি একটি চিকন তারের সাহায্যে শক্তি সর্বরাহ পেলেও তারা আশাবাদী যে এটি একদিন মুক্তভাবে আকাশে উড়বে।
পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@ হিমালয়
সবাই অনেক ভালো থাকবেন।
@ হিমালয়
Subscribe to:
Comments (Atom)