উইন্ডোজ সেভেন থাকা উইন্ডোজ কী এর দারুন কয়েকটি ব্যবহার জেনে রাখুন।


১) অনেকগুলো উইন্ডো চালু থাকলে খুব সহজেই যে উইন্ডোতে কাজ করা হচ্ছে সেটা ছাড়া অন্যগুলো মিনিমাইজ করা যায়। এর দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে, উইন্ডোজ কী চেপে ধরে হোম বাটন চাপা। এতে একটিভ উইন্ডোটি ছাড়া বাকিগুলো মিনিমাইজ হয়ে যাবে।

নোটপ্যাডের ৬টি মজার ট্রিকস জেনে রাখুন। 6 Notepad Tricks

 আজ আমি আপনাদের নোটপ্যাডের কিছু মজার ট্রিকস দেখাবো। অনেকেই হয়ত ভাবতে পারেন নোটপ্যাড কেবল সামান্য একটা Text Editor. কিন্তু নোটপ্যাড দিয়ে এমন সব কাজ করা যায়, যা অনেকেই জানেন না।

ইউএসবি ড্রাইভ রাইট প্রটেক্টেড হয়ে যাওয়া সমস্যার সমাধান

 
অনেক সময়  USB drive (pen drives, memory cards, iPod and other USB mass storage devices) টি write protected দেখায় এবং কোন delete/Copy করা যায় না।
যে সব Message সাধারনত দেখায় তা হল:
* Cannot copy files and folders, drive is write protected
* Cannot format the drive, drive is write protected
* The disk is write protected
* Remove write protection or use another disk
* Media is write protected
আসুন দেখি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়

Windows 7 Ultimate SP1 (x86/x64) Update April 2013 Free Download (Mega Post)

Free Download Windows 7 Ultimate SP1 (32Bit and 64Bit) New Update April 2013, New Release April 2013, Windows 7 Ultimate SP1 x86 And x64, Windows 7 Ultimate Service Pack 1, Windows 7 Ultimate Service Pack 1 32Bit and 64Bit Free For Download |