গ্রামিনফোনের বন্ধ সিম চালু করে এখনি নিয়ে নিন ৯টাকায় ১জিবি, সাথে থাকছে ১০০ এম.বি সম্পূর্ন ফ্রী!

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি।
গ্রামিনফোনের বন্ধ সিম চালু করে এখনি নিয়ে নিন ৯টাকায় ১জিবি, সাথে থাকছে ১০০ এম.বি সম্পূর্ন ফ্রী!
জিপিতে কিছুদিন আগে আপনারা ৯টাকাতে ১জ়িবি কিনেছেন।এ ছাড়া ৫০০+৫০০= ১ জিবি কিনেছেন, কিন্তু সবাই এই অফারটি উপভোগ করতে পারেন নাই, তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিপি সিমে ৯ টাকায় ১ জিবি সাথে Referrer এর জন্য ১০০এম.বি ফ্রী।




আর বেশি কথা বলবো না, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ১জিবি ও ১০০ এম.বি পাবেন।
জিপির বন্ধ সিম চালু করে উপভোগ করুন ৯টাকায় ১জিবি, সাথে ১০০ এম.বি সম্পূর্ন ফ্রী!!
এ অফারটি আপনার সিমে পাবেন কি না সেটা জানার জন্য, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SN <space> Number  আর পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নাম্বারে।
[Ex. SN 017xxxxxxxxx]
যদি আপনার সিমটি গত ৩মাস বন্ধ থাকে , তাহলে অব্যশই অফার টি পাবেন, আমি নিজে নিয়েছে।
এখন যদি আপনি অফার টি পেয়ে থাকেন তাহলে আপনার মোবাইলএ  যে কোন পরিমান রিচার্জ করে সিমটি একটিভ করুন। এখন একটিভ করার সাথে সাথেই, আপনি যে নাম্বার থেকে ৯৯৯৯ এ ম্যাসেজ পাঠিয়েছিলেন , সেই নাম্বারে ১০০ এম.বি পেয়ে যাবেন।
এখন আপনার বন্ধ সিমে অফার টি এক্টিভ করার জন্য  আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১১১*৯০# , অফারটি নেয়ার জন্য অবশ্যই মোবাইলে ৯ টাকা থাকতে হবে (ভ্যাট সহ ৯টাকা কাটবে) ।
এই অফারটি চলাকালে , ১জিবি করে সর্ব্বোচ্চ ৩ বার নিতে পারবেন। তাই দেরি না করে তারাতারি নিয়ে নিন।
এই  ১ জিবি ইন্টারনেট ২৪ ঘন্টা ব্যবহারের উপযোগী।
অফারের শর্তাবলীঃ
  • প্যাকটির মেয়াদ ১৫ দিন
  • ক্রয়কৃত ১ জিবি ২৪ ঘন্টা ব্যবহারের উপযোগী
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য।
  • প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
  • কাস্টমারগণ অফারটি সর্ব্বোচ্চ ৩ বার উপভোগ করতে পারবেন
  • অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
  • অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *১১১*৯০#
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১০#
  • মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
  • 3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
  • প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
  • প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত
আজ এই পর্যন্তই, আগামিতে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
“ধন্যবাদ”






No comments:

Post a Comment