1G, 2G, 3G এবং 4G এর মধ্যে পার্থক্য-টা কি আসুন তা জেনে নিই


আগে আমরা 2G ব্যবহার করতাম। এই 2G এবং 3G র মধ্যে পার্থক্য-টা কি?? আসুন জেনে নিই


1G::
1G হল First Generation Of Cellular Systems যা 1980 সালে আবিষ্কার করা হয় । যার সর্বোচ্চ স্পীড ছিল 14.4kb/s । এটাতে Circuit Data ব্যবহার করা হত। এই 1G নেটওয়ার্ক দিয়ে শুধু Voice Call করা যেত। কিন্তু কোনো SMS করা যেত না এবং Internet ব্যবহার করা যেত না। 1G নেটওয়ার্ক যেসব Standard Follow করে তা হল-
-AMPS (Advanced Mobile Phone System), used in USA
-NMT (Nordic Mobile Telephone)
-TACS (Total Access Communications System),used in UK


2G::
1G নেটওয়ার্ককে 1990 সালে আরো একটু উন্নত করা হয় এবং নাম দেওয়া হয় 2G(Second Generation)। এটার সর্বোচ্চ স্পীড ছিল 144kb/s । 2G-র অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল যে এই নেটওয়ার্ক-র সাহায্যে Voice Call এর পাশাপাশি SMS পাঠানো যেত এবং Internet ব্যবহার করা যেত । 2G নেটওয়ার্ক যেসব Standard Follow করে তা হল-
- GSM (2G)
- CDMA
- TDMA
আর 2.5G তে Circuit Data-র পরিবর্তে Packet Data ব্যবহার করা হয়।যার দরুন GPRS ব্যবহার করা যায়। আর 2.7G তে EDGE (Enhanced Data Rates for GSM Evolution) ব্যবহার করা যায়। 2.7G তে 200kb/s পর্যন্ত স্পীড উঠে।


3G::
3G হল Third Generation Cellular System(digital broadband exclusively packet data). এটার সর্বোচ্চ স্পীড হল 200kb/s - 1mb/s । 3G-র বড় বৈশিষ্ট্য হল যে এটার সাহায্যে Video Conference করা যায় এবং Internet স্পীড আগের চেয়ে অনেক বেশি। 3G নেটওয়ার্ক যেসব Standard Follow করে তা হল-
- UMTS (Universal Mobile Telecommunications System), CDMA2000, EDGE…
আর 3.5G তে Internet স্পীড হল 2mb/s। 3.5G নেটওয়ার্ক যেসব Standard Follow করে তা হল-
HSPA (High Speed Packet Access), shorter Transmission Time Interval (TTI),
আর 3.7G তে Internet স্পীড হল 1.4mb/s-5.8mb/s এবং এটা যেসব Standard Follow করে তা হল-
HSPUA (High Speed Uplink Packet Access)


4G::
4G হল Fourth Generation Cellular System(ultra broadband anywhere and anytime, ALL IP, Very high Speed). এটা সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্ক । যার স্পীড হল 100mb/s To Gb/s. এটা 3G থেকে অনেক অনেক বেশি স্পীড সম্পন্ন ।আর 3G থেকে অনেক অনেক বেশি স্পীড হওয়ার কারনে 4G দিয়ে High Quality Television দেখা যায়। 

No comments:

Post a Comment