এসে গেল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ। ললিপপ ৫.০ নিয়ে বাজারে আসছে নেক্সাস সিরিজের পরবর্তী হ্যান্ডসেট নেক্সাস ৬।


জিঞ্জার ব্রেড, স্যান্ডউইচ, জেলিবিন, কিকক্যাট ভার্সনের পর এবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ললিপপ ৫.০ নিয়ে বাজারে আসছে নেক্সাস সিরিজের পরবর্তী হ্যান্ডসেট নেক্সাস ৬।


ললিপপ নামে হ্যান্ডসেটটিতে ব্যবহৃত নতুন অপারেটিং সিস্টেমে বেশ বৈচিত্র্য রয়েছে বলে জানিয়েছে মটোরোলা। ৫.৯৬ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৭ জিবি কোয়াড কোর প্রসেসর। আর ৠাম ৩ জিবি। ৩২ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন এ হ্যান্ডসেটের ধারণক্ষমতা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। ১৮৪ গ্রাম ওজনের নেক্সাস ৬’র ব্যাটারি ৩২২০ এমএএইচ।

বিবৃতিতে গুগল জানিয়েছে, নতুন হ্যান্ডসেটের ডুয়েল ফ্রন্ট ফেসিং স্পিকার থাকবে যা অনেক ভালো সাউন্ড সিস্টেম সার্ভিস দেবে। এর ফলে কাজ করার সাথে সাথে চলচ্চিত্র ও গেইমিংয়ের জন্য ডিভাইসটি খুব ভালো সার্ভিস দেবে। এর সঙ্গেই আসছে একটি টার্বো চার্জার যা ১৫ মিনিটেই ডিভাইসের চার্জ সম্পন্ন করবে।



গুগলের নতুন ট্যাবলেটটি তৈরি হয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানি এইচটিসির সঙ্গে অংশীদারিত্বে। নেক্সাস ৯ নামের নতুন ট্যাবটির আকার ৮ দশমিক ৯ ইঞ্চি। ট্যাব সম্পর্কে গুগল জানিয়েছে, ট্যাবটি এক হাতে বহন করার জন্য যেমন সহজ, তেমনি কাজের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী।

অক্টোবরের শেষে এই ডিভাইসের জন্য প্রি-অর্ডার দেয়া যাবে বলে জানিয়েছে গুগল। তবে এই মূল্য কতো হতে পারে তা জানানো হয়নি।

সূত্র: এএফপি


No comments:

Post a Comment