ফেসবুকের নাম পরিবর্তন করুন যতখুশি ততবার

যতখুশি ততবার ফেসবুকের নাম পরিবর্তন করুন

আশা করি সবাই ভালই আছেন এবং আমাদের সাথেই আছেন।
আগের মতোই আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক টিপস নিয়ে।
আমরা জানি ফেসবুকে সাধারনত
৫ বারের বেশি নাম পরিবর্তন
করা যায়না, কিন্তু প্রয়োজন
হলে কি করবেন?? হুম..
সমস্যা থাকলে এর সমাধানও
আছে। তাহলে চলুন জেনে নেই
নাম পরিবর্তনের লিমিট পার
হলে এরপর কিভাবে নাম
পাল্টাবেন।-

১.পিসি ইউজাররা নিচের
লিংকে যান- https://www.facebook.com/help/contact/?id=245617802141709
 

# আর মোবাইল হলে নিচের
লিংকে ঢুকুন- https://m.facebook.com/help/contact/245617802141709

২. এবার একটা ফর্ম
আসবে সেখানে
1.New first name
2.New middle name
3.New last name এই
ঘরগুলোতে আপনার পছন্দ
অনুযায়ী নতুন নাম লিখুন।
৩. এরপর reason for change
বক্সে আপনার নাম পরিবর্তন
করার কারন সিলেক্ট করুন।
৪.Your ID বক্সে আপনার
যেকোনো ফটো আইডি কার্ড
স্কান করে আপলোড করে দিন।
যদি স্ক্যানার
না থাকে তাহলে ? আরে ভাই
যা খুশি আপলোড দেন তো !
যেমন, আপনার প্রোফাইলের
পিকচারটা আপলোড
দিতে পারেন।
৫.এবার "Send" বাটনে ক্লিক
করুন। *আশা করা যায় ৭২ ঘণ্টার
মধ্যে আপনার নাম পরিবর্তন
হয়ে যাবে।


পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@
হিমালয়

No comments:

Post a Comment

Blog Archive