আজ আমি আপনাদের ফেইসবুকের একটি এ্যপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে
আপনি সহজেই বিভিন্ন ধরনের Symbols ব্যবহার করে স্টেটাস লিখতে পারবেন বা
বন্ধু’দের ওয়ালে লিখতে বা কমেন্টস্ করতে পারবেন।
এই সকল Emoticons গুলো ব্যবহার করতে পারবেন গুগল ক্রোম বা মজিলা’তে এডঅন হিসেবে।
গুগল ক্রোমের জন্য এখান থেকে এক্সটেনশনটি এড করে নিন আপনার ব্রাউজারে
মজিলার এডঅন’টি এখান থেকে এড করে নিন। এড হওয়ার পর ব্রাউজার’টি রিষ্টাট করুন।
তারপর ফেইসবুকে লগইন করে অনলাইনে যেতে হবে এবং যার সাথে চ্যাট
করবেন তার আইডি সিলেক্ট করার পর চ্যাট বারের উপরের দিকে Emoticons গুলো
দেখাবে। পছন্দমত Emoticons চ্যাট করতে থাকুন কোন জামেলা ছাড়াই।
ফেইসবুক Status Symbols :-
এখানে ক্লিক করে এ্যপ্লিকেশন পেজ’টি তে প্রবেশ করুন।
এছাড়া http://fsymbols.com/
সাইট’টি থেকে আরো দারুন সব Symbolic পাবেন।
কিছু নমুনা …
☮ | ✈ | ♋ | 웃 | 유 | ☠ | ☯ | ♥ | ✌ | ✖ | ☢ | ☣ | ☤ | ⚜ | ♪ | ♫ | ♬ | Σ |
♤ | ♧ | ♡ | ♢ | ♚ | ♛ | ★ | ✪ | ✯ | ✰ | ☻ | ☺ | ☄ | ☾ | ☼ | ☁ | ☂ | ☃ |
℃ | ℉ | ° | ❅ | ϟ | ☦ | ✞ | ☥ | ⌘ | ✡ | ۞ | ✄ | ✆ | ✉ | ∞ | ♂ | ♀ | ☿ |
❤ | ❥ | ❦ | ❧ | ✔ | ✘ | ▲ | ▼ | ◆ | ◎ | ☚ | Δ | ◕ | ◔ | Ω | ʊ | ღ | Ⓐ |
☭ | ♒ | 卐 | ☪ | ™ | © | ® | ¿ | ¡ | ½ | ⅓ | ⅔ | ¼ | № | ⇨ | ❝ | ❞ | ❖ |
কেমন লাগলো জানাবেন।
আমার পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক ভালো থাকবেন।
@ হিমালয়
No comments:
Post a Comment